ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস, বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনা লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে ২১-১৯, ১৮-২১, ২১-১৮ ব্যবধানে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় নিশ্চিত করে ভারতীয় জুটি।

ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস, বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টির

ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস। প্রথম ভারতীয় জুটি হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সুপার ৫০০ প্রতিযোগিতা জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনা লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে ২১-১৯, ১৮-২১, ২১-১৮ ব্যবধানে হারিয়ে তাইল্যান্ড ওপেন জয় নিশ্চিত করে ভারতীয় জুটি।
এদিন প্রতিযোগিতার তৃতীয় বাছাই চিনা জুটিকে এক ঘণ্টার এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দেন অবাছাই জুটি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া রাঙ্কিরেড্ডি-শেট্টি জুটি। এই জয়ের ফলে, বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে চলে আসতে পারে বর্তমানে ১৬ স্থানে থাকা ভারতীয় জুটি। আর তেমনটা হলে, প্রথমবার কোনও ভারতীয় পুরুষ জুটি সেরা দশের মধ্যে আসবে।

অতীতে জুটি বেঁধে ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপো পদক জিতেছিলেন রাঙ্কিরেড্ডি-শেট্টি। কিন্তু, এতবড় সাফল্য এই প্রথম। এর আগে, অস্ট্রেলীয় ওপেনে এই চিনা জুটির কাছেই হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় জুটিকে। ম্যাচ হারলেও বিপক্ষের শক্তি ও দুর্বলতাকে ভাল করে বুঝে নিয়েছিলেন রাঙ্কিরেড্ডি-শেট্টি। এদিন, কোর্টে তারই প্রতিফলন দেখা গিয়েছে। নেটে দুরন্ত ছিলেন রাঙ্কিরেড্ডি। অন্যদিকে, ব্যাককোর্টে অনবদ্য ছিলেন শেট্টি।

৬,৬,৪,৪,৬,৬ -কানাডায় জিটি২০-তে শাদাব খানের ওভারে ক্রিস গেইলের ব্যাটে ঝড়

গ্লোবাল টি২০ লিগে ক্রিস গেইলের বিধ্বংসী ফর্ম অব্যাহত। তাঁর ৯৪ রানে ভর করে এডমোন্টন রয়্যালসের বিরুদ্ধে ছয় উইকেটে জিতল ভ্যাঙ্কুবার নাইটস। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভ্যাঙ্কুবারের শুরুটা খুব একটা ভালো হয়নি।

দেখুন: ৬,৬,৪,৪,৬,৬ -কানাডায় জিটি২০-তে শাদাব খানের ওভারে ক্রিস গেইলের ব্যাটে ঝড়

গ্লোবাল টি২০ লিগে ক্রিস গেইলের বিধ্বংসী ফর্ম অব্যাহত। তাঁর ৯৪ রানে ভর করে এডমোন্টন রয়্যালসের বিরুদ্ধে ছয় উইকেটে জিতল ভ্যাঙ্কুবার নাইটস।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভ্যাঙ্কুবারের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই টোবিয়াস ভিসে মহম্মদ হাফিজের বলে আউট হয়ে যান। এরপর চ্যাডউইক ওয়াল্টনের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের হাল ধরেন স্বঘোষিত ইউনিভার্স বস। দুজনেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। নিয়মিত বাউন্ডারি আসছিল। কিন্তু ১৭ রান করে আউট হন চ্যাডউইক।
উইকেটের পতনে অবশ্য ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যানের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। মারকুটে মেজাজে চার ও ছয় মারতে থাকেন তিনি। এরইমধ্যে ১৩ তম ওভারে শাদাব খানের বোলিংয়ে নিজের ব্যাটিংকে টপ গিয়ারে তুলে আনেন। ওই ওভারটাই শেষপর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।ওই ওভারে চারটি ছয় ও দুটি বাউন্ডারি মারেন গেইল।
পরের ওভারেই অবশ্য বেন কাটিং গেইলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ৪৪ বলে ৯৪ রান করেন তিনি। আন্দ্রে রাসেলও পরের বলেই আউট হন।
এরপর ড্যানিয়েল সামস ও মালিক দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর: ভ্যাঙ্কুবার নাইটস ৪ উইকেটে ১৬৬ (গেইল ৯৪, শোয়েব মালিক অপরাজিত ৩৪, বেন কাটিং ২৭ রানে ৩ উইকেট) ছয় উইকেটে হারাল এডমোন্টন রয়্যালসকে ৯ উইকেটে ১৬৫ (কাটিং ৭২, মহম্মদ নওয়াজ ৪০, হেডেন ওয়ালস ২০ রানে ২ উইকেট)

অভিষেক ম্যাচে নবদীপ সাইনির ৩ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ ৯৫/৯

ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলকে নতুন করে সাজানোই তাঁর লক্ষ্য।

Live: অভিষেক ম্যাচে নবদীপ সাইনির ৩ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ ৯৫/৯

অভিষেক ম্যাচেই পেসার নবদীপ সাইনির দুর্দান্ত বোলিং। যোগ্য সঙ্গত ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাডেজাদের। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্বল্প রানে বেঁধে রাখল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৯৫ রান করল ক্যারিবিয়ানরা। দলের অর্ধেকের বেশি রান করেন কিয়েরন পোলার্ড (৪৯)। তিনি ছাড়া দুই অঙ্কের রান করেন শুধু নিকোলাস পুরাণ (২০)। সাইনি ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ভুবনেশ্বর ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুণাল পাণ্ড্য ও জাডেজা।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের পর এটাই ভারতের প্রথম ম্যাচ। বিশ্বকাপের দলে কয়েকটি পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন বাঁ হাতি ওপেনার শিখর ধবন। বাদ পড়েছেন লোকেশ রাহুল। খেলার সুযোগ পেয়েছেন মণীশ পাণ্ডে, ক্রুণাল, সাইনি, খলিল, ওয়াশিংটন। বিরাট জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলকে নতুন করে সাজানোই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যের শুরুটা ভালই করল ভারত। বোলারদের ভাল পারফরম্যান্সের পর এবার ব্যাটসম্যানদের পালা।

ভারতীয় দল- শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি ও কে খলিল আহমেদ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ হার, অধিনায়ক তামিমকে বিশ্রামের পরমর্শ ডেপুটি শাকিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স আরও খারাপ। তিন ইনিংসে তামিমের সংগ্রহ ২১ (০, ১৯, ২)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ হার, অধিনায়ক তামিমকে বিশ্রামের পরমর্শ ডেপুটি শাকিবের

২০১৯ বিশ্বকাপের পর প্রথম বিদেশ সফরে লজ্জাজনক হার বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তিনটিতেই হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৯১ রানে হার। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার। আর তৃতীয় ম্যাচে ১২২ রানে হার। কলোম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে টাইগারদের এই হতশ্রী হারের পর অধিনায়ককে বিশ্রামের পরামর্শ দিলেন তাঁরই এক সতীর্থ। ঢাকা ফিরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার তথা দলের সহ-অধিনায়ক শাকিব আল হাসান অধিনায়ক তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

ইংল্যান্ডেও তামিম সেভাবে ফর্মে ছিলেন না। গোটা প্রতিযোগিতায় ২৩৫ রান করেন তামিম, যার মধ্যে রয়েছে স্রেফ একটি অর্ধশতরান। গড় ছিল ২৯.৩৭। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফর্ম্যান্স আরও খারাপ। তিন ইনিংসে তামিমের সংগ্রহ ২১ (০, ১৯, ২)।

শাকিবের পরামর্শ, তামিমের উচিত কয়েকদিনের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া। সাংবাদিকদের শাকিব বলেন, “আমার মনে হয় ওঁর (তামিম ইকবাল) উচিত কয়েকদিন বিশ্রাম নিয়ে ফিরে আসা। আমি আশাবাদী ও দারুণভাবে কামব্যাক করবে।” যদিও শেষ ম্যাচে ১২২ রানে হারার পর, নেতিবাচক সমালোচনার জবাব দিয়ে তামিম ইকবাল পাল্টা ঐক্যবদ্ধভাবে থাকার বার্তা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের (সব ফরম্যাট মিলিয়ে) অধিকারী তামিম ইকবাল। ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে ১২ হাজারের ওপরে আন্তর্জাতিক রান রয়েছে এই বাঁ হাতি তারকার। তাঁর ঝুলিতে রয়েছে মোট ২১টি শতরান। সতীর্থের পাশে দাঁড়িয়েই শাকিব রোটেশন পদ্ধতি কার্যকর করার বিষয়েও সওয়াল করেছেন। একজন ক্রিকেটার ক্লান্ত থাকলে, তাঁর পক্ষে নিজের সেরাটা দেওয়া কঠিন হয়, মত সাকিবের। একই সঙ্গে ভারতের রোটেশন পদ্ধতিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্দেশে তাঁর বার্তা, ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হলে একদিকে খেলোয়াড় যেমন বিশ্রামও পায় তেমনই সবাইকে সুযোগও দেওয়া যায়।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরেই দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ওই সিরিজে তামিমকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হলেও খেলার কথা রয়েছে ইনফর্ম ক্রিকেটার শাকিব।

দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টেস্টে ২৪ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার রক্ষাকর্তা স্মিথ ভাঙলেন বিরাটের রেকর্ড

বার্মিংহ্যামের সেঞ্চুরিকে কেরিয়ারের অন্যতম সেরা বেছে নিয়েছেন স্মিথ

দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টেস্টে ২৪ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার রক্ষাকর্তা স্মিথ ভাঙলেন বিরাটের রেকর্ড

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে দলের মুখরক্ষা করার পাশাপাশি একটি ব্যক্তিগত কীর্তিও করে ফেললেন স্টিভ স্মিথ। টেস্টে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ২৪টি টেস্ট সেঞ্চুরি করে ফেললেন তিনি। ভেঙে দিলেন বিরাট কোহলির নজির।

বিরাট ২৪টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন ১২৩টি ইনিংসে। ১১৮টি ইনিংসে সেই মাইলফলক স্পর্শ করলেন স্মিথ। তালিকার শীর্ষে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ৬৬টি ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। সচিন তেন্ডুলকর ১২৫টি ইনিংসে ২৪টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন।সুনীল গাওস্কর ১২৮টি টেস্ট ইনিংসে এই নজির গড়েছিলেন।

১২২/৮ হয়ে যাওয়া অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছে স্মিথের লড়াকু সেঞ্চুরি। বৃহস্পতিবার ক্রিজের এক দিক থেকে যখন নিয়মিত উইকেট পড়ে চলেছে, তখন উইকেট কামড়ে পড়ে থেকে ২১৯ বলে ১৪৪ রান করেন স্মিথ। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা। স্মিথের সেঞ্চুরির পর উচ্ছ্বসিত প্রাক্তন তারকারা। মার্ক ওয় টুইট করেন, ‘১৪২/৮ স্কোর দেখে ঘুমোতে গিয়েছিলাম। উঠে দেখলাম আমাদের স্কোর দ্বিগুণ হয়ে গিয়েছে।আত্মবিশ্বাস, দক্ষতা ও মনঃসংযোগের দুরন্ত নিদর্শন তুলে ধরেছে স্মিথ। প্রথম দুই সেশনে বিপর্যয়ের পর অস্ট্রেলিয়াও ম্যাচে ফিরে এসেছে।’

যাঁর ইনিংস নিয়ে এত চর্চা, সেই স্মিথ নিজে বলছেন, বল বিকৃতি পরবর্তী অধ্যায়ে কেরিয়ার নিয়েই সন্দিহান হয়ে পড়েছিলেন। স্মিথ বলেছেন, ‘গত ১৫ মাসে এমনও সময় গিয়েছে যখন আর কোনওদিন মাঠে নামতে পারব কি না, তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। কনুইয়ে অস্ত্রোপচারের পর খেলাটার প্রতি ভালবাসাও হারিয়ে ফেলেছিলাম কিছুটা। তবে সেই ভালবাসা ফিরে এসেছে। বলতে পারব না ঠিক কী হয়েছিল। তবে মনে হয়েছিল ভেতর থেকে কেউ বলছে, আমি ফের পারব। অস্ট্রেলিয়ার হয়ে ফের মাঠে নেমে খেলব। মানুষকে গর্বিত করব যেটা করতে বরাবরই ভালবাসি।’

বার্মিংহ্যামের সেঞ্চুরিকে কেরিয়ারের অন্যতম সেরা বেছে নিয়েছেন স্মিথ। বলেছেন, ‘জানতাম ড্রেসিংরুমের সতীর্থদের সমর্থন পাব। আমার কাছেই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেঞ্চুরি সম্পূর্ণ হওয়ার পর ব্যালকনিতে ওরা উচ্ছ্বাসে পেটে পড়েছিল। সেটা দেখে আমার শিরদাঁড়া বেয়ে শিহরণ বয়ে গিয়েছিল।’

অস্ট্রেলিয়ার কাজ সহজ হয়ে যায় ইংল্যান্ডের প্রধান পেসার জেমস অ্যান্ডারসন মাত্র চার ওভার বল করে কাফ মাসলে চোট পেয়ে বেরিয়ে যাওয়ায়। অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর ৭১/১।

আর চারটি ছক্কা মারলেই গেইলের রেকর্ড ভাঙবেন রোহিত

আগামীকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে ভারতের হিট ম্যান রোহিত শর্মার সামনে একটি নয়া রেকর্ডের হাতছানি। আর চারটি ওভারবাউন্ডারি হাঁকাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভাঙবেন তিনি।

আর চারটি ছক্কা মারলেই গেইলের রেকর্ড ভাঙবেন রোহিত

আগামীকাল শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে ভারতের ‘হিট ম্যান’ রোহিত শর্মার সামনে একটি নয়া রেকর্ডের হাতছানি। আর চারটি ওভারবাউন্ডারি হাঁকাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভাঙবেন তিনি। গেইলকে টপকে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছক্কার রেকর্ডের মালিক হবেন রোহিত।

এখনও পর্যন্ত ৯৪ টি ২০ ম্যাচে রোহিতের ছক্কার সংখ্যা ১০২। এই তালিকায় সবার আগে রয়েছেন একমাত্র জামাইকার বিগ হিটার। ৫৮ ম্যাচে তাঁর মোট ওভারবাউন্ডারি ১০৫। গেইলের পরেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ( ৭৬ ম্যাচে ১০৩)।

রোহিত শনিবারের ম্যাচে খেললেও গেইল খেলার সুযোগ পাবেন না। কারণ, তিন ম্যাচের এই টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই গেইল। তবে এরপর একদিনের সিরিজে ক্যারিবিয়ান দলে দেখা যাবে বাঁহাতি ওপেনারকে।

ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হতে আগ্রহী, বললেন সৌরভ

ভবিষ্যতে কোনও একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ তাঁর রয়েছে। তবে এই মুহূর্ত এমন কোনও কথা তিনি ভাবছেন না বলে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হতে আগ্রহী, বললেন সৌরভ

ভবিষ্যতে কোনও একটা সময় ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ তাঁর রয়েছে। তবে এই মুহূর্ত এমন কোনও কথা তিনি ভাবছেন না বলে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ না হওয়া পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের পরবর্তী কোচ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। শাস্ত্রীর মেয়াদ আরও এক দফা বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে খবর।

সৌরভ বলেছেন, ভারতীয় কোচ হিসেবে কাজ করার আগ্রহ অবশ্যই তাঁর আগ্রহ রয়েছে। কিন্তু এখন তাঁর হাতে প্রচুর কাজ রয়েছে। আরও কিছুটা সময় অতিক্রান্ত হলে তিনি এ ব্যাপারে সক্রিয় হবেন বলে জানিয়েছেন সৌরভ।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ফেভারিট বেছে নিচ্ছেন লারা

সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায়

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ফেভারিট বেছে নিচ্ছেন লারা

লন্ডন: চলতি অ্যাশেজ সিরিজে ওয়ান ডে ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ফেভারিট বেছে নিচ্ছেন ব্রায়ান চার্লস লারা। অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ জিতবে ইংল্যান্ডই, পূর্বাভাস ক্যারিবিয়ান কিংবদন্তির।
শুধু ইংল্যান্ডকে ফেভারিট বেছে নেওয়াই নয়, সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট সবচেয়ে বেশি রান করবেন বলেও আগাম জানিয়েছেন লারা। পাশাপাশি ইংরেজ পেসার ক্রিস ওকস সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাবেন বলেও পূর্বাভাস তাঁর।
নিজের মতামত জানানোর জন্য লারা বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। তিনি টুইট করেছেন, ‘২০১৯ সালের অ্যাশেজের জন্য আমার পূর্বাভাস হল, ইংল্যান্ড জয়ী হবে। সবচেয়ে বেশি রান করবে জো রুট। সবচেয়ে বেশি উইকেট পাবে ক্রিস ওকস।’
সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড সুবিধাজনক অবস্থায়। বার্মিংহ্যামে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর ১৩৭/১।

সেনাবাহিনীতে কাজ শুরু করলেন ধোনি , ছবি ভাইরাল

ভারতীয় সেনাবাহিনীতে তাঁর কর্তব্য পালন শুরু করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এরইমধ্যে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ওই ছবিতে তাঁকে একটি ক্রিকেট ব্যাটে স্বাক্ষর করতে দেখা গিয়েছে। ভারতীয় দলের হয়ে খেলার থেকে বিরতি নিয়ে ধোনি তাঁর ১০৬ টিএ ব্যাটেলিয়ন (প্যারা)-এ আগামী ১৫ আগস্ট পর্যন্ত থাকবেন এবং বাহিনীর হয়ে তাঁর কর্তব্য পালন করবেন। সেনা আধিকারিকরা এ কথা জানিয়েছেন।

সেনাবাহিনীতে কাজ শুরু  করলেন ধোনি , ছবি ভাইরাল

কোহলি-শাস্ত্রী যা-ই বলুক, কোচ নির্বাচনের বিষয়ে আমরা কারও কথা শুনব না, দাবি গায়কোয়াড়ের

ভারতের অধিনায়ক কোহলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কোচ হিসেবে তাঁর পছন্দ শাস্ত্রীকে।

কোহলি-শাস্ত্রী যা-ই বলুক, কোচ নির্বাচনের বিষয়ে আমরা কারও কথা শুনব না, দাবি গায়কোয়াড়ের

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ নির্বাচনের বিষয়ে কপিল দেবের নেতৃত্বাধীন পরামর্শদাতা কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে বলে দাবি করলেন এই কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড়। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার ও কোচ বলেছেন, ‘বিরাট কোহলি বা অন্য কারও মতামতকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই নেই। মহিলা দলের কোচ নির্বাচনের কথা যদি মনে থাকে তাহলে দেখবেন, সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু আমরা কারও মতামত নিইনি। কোহলি বা রবি শাস্ত্রী যা খুশি বলতে পারে, আমরা বিসিসিআই-এর প্রতি দায়বদ্ধ। আমরা নিরপেক্ষভাবেই কাজ করব।’

কপিল, গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর কমিটি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও সাপোর্ট স্টাফ বেছে নেবেন। ভারতের অধিনায়ক কোহলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কোচ হিসেবে তাঁর পছন্দ শাস্ত্রীকে। তবে গায়কোয়াড় বলেছেন, ‘কোচ নির্বাচনের বিষয়ে আমরা বিসিসিআই-এর নির্দেশিকা মেনে চলব। আমরা সেই নির্দেশিকা পাওয়ার অপেক্ষায় আছি। আমি, কপিল ভারতীয় দলের কোচ ছিলাম। জরুরি বিষয় হল ম্যান ম্যানেজমেন্ট, পরিকল্পনা ও প্রযুক্তিগত দক্ষতা। একজন কোচের সাফল্য পাওয়ার জন্য এই তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় দল ভাল খেলছে। তবে উন্নতির জন্য এই তিনটি জিনিস দরকার। কমিটির সদস্যদের মধ্যে এখনও আলোচনা হয়নি। আমাদের বৈঠক কবে হবে সেটাও জানি না। ফলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’
Design a site like this with WordPress.com
Get started